চেয়ার ঠিক রাখতে ওসি মিথ্যা বলছেন : আশা মনি
মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের জিডি না নেওয়ার বিষয়ে খিলগাঁও থানার ওসির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার স্ত্রী আশা মনি বলেছেন, ‘চেয়ার ঠিক রাখতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিথ্যা বলছেন। ওসি জিডি না নিয়ে আমাদের হয়রানি করেছেন।’
৮ আগষ্ট শনিবার সকাল সোয়া ১১টার দিকে নীলাদ্রি চট্টোপাধ্যায়ের খিলগাঁওর বাসায় এবিসিনিউজবিডি’র এই প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনাকালে আশা মনি খিলগাঁও থানার ওসি’র বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
অভিযোগ উঠেছে, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিরাপত্তা চেয়ে খিলগাঁও থানায় জিডি করতে গেলে ওসি জিডি নেননি। ওসি মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয় অস্বীকার করেছেন। মৃত্যুর আগে নীলাদ্রি তার ফেসবুকে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছিলেন।
আশা মনি বলেন, ‘ওসির বক্তব্য ঠিক নয়। মৃত্যুর আগে ফেসবুকেও নীলাদ্রি এ বিষয়টি উল্লেখ কওে গেছেন। আমরা কেন মথ্যা বলবো? চেয়ার ঠিক রাখতে ওসি মিথ্যা বলছেন। ওসি জিডি না নিয়ে আমাদের হয়রানি করেছেন।’
আশা মনি শনিবার দুপুর একটার দিকে বাসা থেকে পুলিশ প্রহরায় তার এক আত্মীয়ের বাসায় গেছেন। আর ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের পর নীলাদ্রির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে পিরোজপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে নিজের ভাড়া বাসায় খুন হন নীলাদ্র। সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন।