বাংলাদেশের কিশোরদের কাছে লঙ্কানরা ধরাশায়ী
নজরুল ইসলাম লাবলু, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সারোয়ার জামান নিপুর প্রথম গোলটি মুগ্ধতা ছড়াবেই। খেলার পাঁচ মিনিটের মাথায় তিনি যেভাবে শীলঙ্কার ডি-বক্সে ঢুকে চকিত শটে গোল তাতে ছিল প্রতিভার অনন্য ছোঁয়াই। এই সারোয়ার জামানই ম্যাচে আরও একটি গোল করে নিশ্চিত করেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের বড় জয়। লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ৪-০ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিটটাও কাটা হয়ে গেছে সৈয়দ গোলাম জিলানীর শিষ্যদের।
খেলায় আগাগোড়াই আধিপত্য ছিল বাংলাদেশের। পুরো খেলায় বলের দখল নিজেদের পায়ে রাখা বাংলাদেশ দল স্কোর লাইনে অতৃপ্ত হতেই পারে। অফসাইডের খড়গ আর পোস্টে লেগে ফিরে আসার দুর্ভাগ্য স্কোর লাইনটাকে বড় হতে দেয়নি। দলের আক্রমণভাগের খেলোয়াড়দের খামখেয়ালিপনাও আরও বড় জয়ের স্বপ্নটাকে ডালপালা মেলতে দেয়নি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল: ফয়সল আহমেদ, খলিল ভূঁইয়া, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাদ উদ্দিন, মোহাম্মদ শাওন, আবেদীন রকিব, সারোয়ার জামান, মোহাম্মদ হৃদয়, ফাহিম মুর্শেদ, শাওন হোসেন।