খাই খাই স্বভাব’ ছাড়তে হবে : সৈয়দ আশরাফ

22222222222222222আনোয়র আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার জন্য ‘একটা পরিবেশ’ সৃষ্টি করা হয়েছিল। সেই ‘পরিবেশ’ আবার যাতে সৃষ্ট না হয় সে জন্য নেতা কর্মীদের ‘খাই খাই স্বভাব’ ছাড়তে হবে। তাদের আরও সতর্ক থাকতে হবে।

১১ আগষ্ট (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন।

আশরাফ বলেন, ‘এই ১৫ আগস্টের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই আমি মাঝে মাঝে আতঙ্কিত হই। শেখ হাসিনা এখন বাংলাদেশ ও আওয়ামী লীগের হাল ধরেছেন। বহু শক্তি আছে, বহু শক্তি আছে; শেখ হাসিনার মঙ্গল হোক সেটা কামনা করেন না। আমি একটাই অনুরোধ রাখব, আসুন আরেকটু সতর্ক হই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। সেই পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেই, তাঁকে হত্যার সুযোগ হয়।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হন, দল ক্ষতিগ্রস্ত হয়; নেতা কর্মীরা যেন এমন পরিবেশ সৃষ্টি না করেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘ক্ষমতার স্বাদ ভবিষ্যতেও পাবেন। কিন্তু এই যে খাই খাই করা; দলকে খাটো করা; প্রধানমন্ত্রীকে খাটো করা; নিজেকে খাটো করা; এই অভ্যাসগুলো ছাড়তে হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ