সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না : তোফায়েল
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিতর্কিত কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
১২ আগষ্ট (বুধবার) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, পাকিস্তান সামরিক জান্তারা তাঁকে হত্যা করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে, বাঙালির হাতেই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু নিহত হয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের কারণেই তাকে হত্যার শিকার হতে হয়।
বঙ্গবন্ধুর তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন। জিয়াই প্রথমে রাজাকারদের পুনর্বাসন করেন। আর তাঁর হাত ধরেই বিএনপির নেত্রী খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া রাজাকার নিজামী-মুজাহিদের হাতে পতাকা দিয়ে আমাদের হাতকড়া পরিয়েছিলেন। বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করতে এখনো একাত্তরের পরাজিত শক্তি তৎপর। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’