বিয়ে মাত্রই নারী-পুরুষের নয়

gmarriageনিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডিঃ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বুধবার এক রায়ে সমকামী দম্পতিদের সরকারি সুবিধা পাওয়ার স্বীকৃতি দিয়েছে।

বিয়েকে শুধুমাত্র নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ রাখার সরকারি আইনের ধারা বদলে ৪-৫ ভোটে নতুন এ রায় দিয়েছে আদালত। এতে করে নারী-পুরুষ দম্পতিদের মতো এখন একইরকম সরকারি সুবিধা দাবি করতে পারবে সমকামী দম্পতিরা।

‘ডোমা’ নামে পরিচিত ফেডারেল ‘ডিফেন্স ম্যারেজ অ্যাক্ট’ এর আওতায় সমকামী দম্পতিদের সমান সুযোগ সুবিধা পাওয়া নিষিদ্ধ ছিল।একই আইনে ২০০৮ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ল প্রপজিশন ৮ অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছিল সমকামী বিয়ে।

আদালত ক্যালিফোর্নিয়ার আইনটির (প্রপজিশন ৮)ব্যাপারে আপাতত কোনো রায় না দিলেও নতুন ঘোষিত রায়ের ফলে ক্যালিফোর্নিয়ায় সমকামী বিয়ে স্বীকৃতি পাওয়ার পথ প্রশস্ত হল।

বিচারপতি অ্যান্থনি কেনেডি রায়ে লেখেন, ‘ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্ট’ বা ডোমা মার্কিন সংবিধান স্বীকৃত সম অধিকারের নিশ্চয়তা লঙ্ঘন করে।

যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে সম্প্রতি সমকামী বিয়ের অধিকার নিয়ে ব্যাপক প্রচাভিযানের মধ্যে মার্কিন সুপ্রিম কোর্ট এ রায় দিল।

জনমত জরিপে দেখা গেছে, বেশিরভাগ মার্কিনিই সমকামী বিয়ে সমর্থন করে।কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধানে দেশের ৩০ টিরও বেশি রাজ্যে সমকামী বিয়ের ওপর যে নিষেধাজ্ঞা আছে তার ওপর আদালতের বুধবারের রায়ের কোনো প্রভাব পড়বে না।

যুক্তরাষ্ট্রের ১২ টি রাজ্যে এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সম্প্রতি সমকামী বিয়ে স্বীকৃত।ডোমা আইন পরিবর্তনের ফলে এখন আইনগতভাবে নারী-পুরুষ দম্পতিদের মতো একই সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে সমকামী দম্পতিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ