মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : মাগুরায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষকালে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ নিহতের মামলার প্রধান আাসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ১৭ আগষ্ট (সোমবার) রাতে শহরের দোয়ারপাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ মামলায় প্রধান আসামি আজিবরকে শালিখা উপজেলার সীমাখালী বাজার এলাকা থেকে সোমবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। তবে তার গ্রেফতার বিষয়টি খোলাসা করছিল না মাগুরার পুলিশ। কিন্তু শালিখার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজিবরকে পুলিশ ধরে নিয়ে গেছে।
মাগুরা পৌর ছাত্রলীগের প্রাক্তন নেতা আজিবর শেখের পক্ষে গত ১৪ আগস্ট শহরে পোস্টার লাগানো হয়। পোস্টারের বাম পাশে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি এবং ডান পাশে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছবি। পোস্টারে বড় করে আজিবর শেখের ছবি ছিল।