ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
সিলেট : ‘ওই নতুনের কেতন উড়ে, কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’! কাজী নজরুল ইসলামের এই পংক্তিই যেন বিমূর্ত সত্য হয়ে ধরা দিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে! বাংলাদেশের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ভারত! রচিত হয়েছে নতুন ইতিহাস।
বাংলাদেশের গর্বের ইতিহাস।অদম্য বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন! প্রথমবার ফাইনালে উঠে প্রথমবারই চ্যাম্পিয়ন!
২০১১ এবং ২০১৩ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগের দুই আসরে শূন্যহাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। হিমালয় কন্যা নেপাল বড্ড রিক্ততায় বিদায় জানিয়েছিল বাংলার কিশোরদের। কিন্তু এবার নিজ দেশে, টুর্নামেন্টের তৃতীয় আসরে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে, গুঁড়িয়ে দিয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের করে নিয়েছে সৈয়দ গোলাম জিলানীর শিষ্য শাওন, সাদ, নিপুরা।
এ তো গর্বের ইতিহাস! এ তো আনন্দের ইতিহাস! এ তো হাজারো সমস্যা-সংকটে জর্জরিত বাংলাদেশে এক ফালি শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার ইতিহাস!
১৮ আগষ্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় কানায় কানায় দর্শকপূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালের মহারণ। ম্যাচের শুরুর প্রায় ১০ মিনিট বাংলাদেশকে চেপে ধরে ভারত। তবে বাংলাদেশের রক্ষণে বার বার পরাস্ত হয় তারা। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় সাদ-শাওনরা। ফিরতে শুরু করে ম্যাচে। শাণাতে থাকে একের পর এক আক্রমণ।