৫ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পরিবর্তন
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
সিলেট : কাজে গতিশীলতা আনতে সরকার বিদেশের বেশ কয়েকটি হাইকমিশন ও দূতাবাসের মিশন প্রধানের পদে পরিবর্তন আনতে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, লন্ডন, ব্রাসেলস ও রোমের মিশন প্রধান পদে রদবদল করা হচ্ছে। এ ছাড়া স্পেনের নতুন রাষ্ট্রদূত নিয়োগ এবং কাতার থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ.কে আবদুল মোমেনের পদে পরিবর্তন আসছে। ২০০৯ সালের ২৬ আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার এ কে আবদুল মোমেন প্রায় ছয় বছর ধরে ওই পদে কাজ করছেন। গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ দফার তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আগামী ৩০ অক্টোবর চুক্তির মেয়াদ শেষ হবে। এশিয়ার একটি দেশে কর্মরত এক পেশাদার এ কে আবদুল মোমেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।