পদ্মা সেতুর কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোদমে

padmabridge1440262903বিশেষ প্রতিনিধি, মুন্সিগঞ্জ থেকে ফিরে, এবিসিনিউজবিডি,
ঢাকা : পদ্মা সেতুর কনস্ট্রাকশন ট্রায়াল পাইলের কাজ শুক্রবার থেকে শুরু হয়ে চলছে পুরোদমে। তিন হাজার টন ওজনের ক্ষমতা সম্পন্ন জার্মানির হ্যামার ড্রাইভ দিয়ে এ পাইলের কাজ করা হচ্ছে।

১২০ মিটার দৈর্ঘ্য এবং তিন মিটার ব্যাস বিশিষ্ট হ্যামার মাওয়ার পদ্মা নদীর সেতু প্রকল্পের ৭ নং পিলারে বসানো হয়। হ্যামারটি ২১ আগষ্ট (শুক্রবার) বসানো হলেও ২২ আগষ্ট সকাল থেকে পুরোদমে এর কাজ শুরু হয়েছে বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুুল কাদের।

তিনি জানান, মাওয়ায় টেস্ট পাইল স্থাপন কাজ আগেই শুরু করা হলেও কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ এটাই প্রথম। পদ্মা সেতুতে সর্বমোট দুইটি কনস্ট্র্রাকশন ট্রায়াল পাইল স্থাপন করা হবে। আর টেস্ট পাইল স্থাপন করা হবে মোট ১০টি। ইতিমধ্যে তিনটি টেস্ট পাইল স্থাপন করা হয়েছে। ১২০ মিটার দীর্ঘ কনস্ট্র্রাকশন ট্রায়াল পাইল মূল পাইলের মতো ব্যাস রয়েছে।

এই কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে বলে আবদুল কাদের জানান। তিনি জানান, এ পর্যন্ত মূল সেতুর সব মিলিয়ে প্রায় ২০ শতাংশ পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছে।

সেতু প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৪২টি পিলারের ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি নির্মিত হচ্ছে। ১৫০ মিটার পর পর বসানো হবে এ পিলার।
পদ্মার মূল সেতুর ৪০টি পিলারে ছয়টি করে মোট ২৪০টি পাইল এবং দুপাড়ের সংযোগ সড়কে দুইটি পিলারের প্রত্যকটিতে ১২টি করে ২৪টি পাইল অর্থাৎ মোট ২৬৪টি পাইল বসানো হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ