৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়
মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ৫৭ ধারা নিয়ে দেশের আইনজীবিরা আংশিক সত্য বলছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সমম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংবিধানের সঙ্গে সংঘর্ষিক নয়। ৫৭ ধারা নিয়ে দেশের আইনজীবিরা আংশিক সত্য বলছেন। তিনি বলেন, মুক্তচিন্তুা ও মানবাধিকার পরিপন্থীও নয়। প্রশাসনের কোনো কর্মকর্তা যদি ৫৭ ধরার সঠিক প্রয়োগ না করেন, তবে আদালতে প্রতিকার বা ন্যায় বিচার পাওয়ার সুযোগ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিচার বহির্ভুত হত্যাকান্ড বর্তমান সরকারের নীতি নয়। মুখ দেখে দল দেখে নয়, কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা দেশে সাইবার অপরাধ বন্ধে সাইবার অপরাধ আইন প্রনয়োনের চেষ্টা করছি। শিগগিরই এই আইন প্রনয়োন করা হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দেওয়ার’ আহবানের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের কপাট বন্ধ নয়, উন্মুক্ত। কিন্তু যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-মৌলবাদী আগুন সন্ত্রাসী খুনী অপরাধীদের জন্য গণতন্ত্রেওর কপাট কখনোই খোলা ছিল না।