বিপিসি ও স্পারসো আইনের চূড়ান্ত অনুমোদন

Cabinetমেহদী আজাদ মাসুম,  বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন এবং মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন ২০১৫এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন আরো পরীক্ষা-নীরিক্ষার জন্য ফেরৎ পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন ২০১৫ এবং বাংলাদেশ মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আইন ২০১৫এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বেটিং সাপেক্ষে এই আইন দুটি এখন পর্লামেন্টে অনুমোদনের জন্য পাঠানো হবে।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আইন দুটির পরিচলনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। অনুমোদিত আইন অনুযায়ি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর পরিচালনা পর্ষদে চেয়ারম্যান ছাড়া আরো ৮ জন পরিচালক থকবেন। এর মধ্যে জ্বালানী, বিদ্যুৎ ও অর্থমন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদ মর্যাদার ৩ জন প্রতিনিধি থাকবেন। আর বাংলাদেশ মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) অনুমোদিত আইন অনুযায়ি এর পরিচালনা পর্ষদে ফুলটাইম চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক থাকবেন।

মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন উত্থাপন করা হলেও তা অনুমোদিত হয়নি। এই আইনটি আরো পরীক্ষা-নীরিক্ষার জন্য ফেরৎ পাঠানো হয়েছে। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যৌথভাবে এ আইনটি পরীক্ষা-নীরিক্ষা করবে। মন্ত্রিসভা এ আইনের কিছু সংশোধনী দিয়েছে। সংশোধনের পর আইনটি আবার মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ