মন্ত্রিসভায় ক্ষোভ

Cabinetআনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ছয়বার সংশোধন ও প্রায় দেড় দশক অপেক্ষার পরও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটি যথাযথ না হওয়ায় মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করার পাশাপাশি আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে এটি আবার মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

এর আগেও আইনটি সংশোধনের জন্য মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে যেভাবে বিষয়টি চাওয়া হচ্ছে, সেভাবে উপস্থাপন না হওয়ায় ২৪ আগষ্ট (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে ক্ষুব্ধ হন মন্ত্রীরা।

মন্ত্রিসভার অন্তত: চারজন সদস্যের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তাঁরা বলেছেন, ভবিষ্যতে ঝামেলা হতে পারে এমন আশঙ্কা দূরে রেখেই আইনটি সংশোধন করতে চাচ্ছে সরকার। কিন্তু অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যে খসড়া গতকাল মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, তাতে নতুন করে সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত মন্ত্রীরা।
বৈঠক সূত্র জানায়, অর্পিত সম্পত্তি নিয়ে আলোচনায় মন্ত্রীরা একটি বিষয়ে তীব্র আপত্তি জানান। বিষয়টি হলো খসড়া সংশোধনীতে স্বত্ব নির্ধারণের প্রসঙ্গে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি কেউ দাবি করলে স্বত্ব নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বত্ববান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড সংশোধন করতে পারবে।

আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীরা বলেন, ‘খ’ তফসিল বাতিল হওয়ার পর ‘স্বত্ব নির্ধারণপূর্বক’ কথাটি যুক্ত করায় প্রকৃত সমস্যার সমাধান হবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ