শর্ত পূরণে ব্যর্থতায় জিএসপি ফেরেনি

111111111মনিরুল ইসলাম মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : শ্রমমান নিয়ে শর্ত পূরণে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

২৪ আগষ্ট (সোমবার) রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) পররাষ্ট্রনীতিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি (গওহর রিজভী) এ মন্তব্য করেন। এনডিসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) যৌথভাবে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতির বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইনের সঞ্চালনায় সকালে সেমিনারের উদ্বোধনী বক্তৃতা করেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে তিনটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। গবেষণাপত্রের ওপর আলোচনা করেন আবু সালেহ মো. ইউসুফ, শাহীন আফরোজ ও ফয়েজ সোবহান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ