‘ক্রসফায়ারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এনকাউন্টার ও ক্রসফায়ার দুটি আলাদা বিষয়। ক্রসফায়ারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
২৫ আগষ্ট (মঙ্গলবার) বাংলাদেশে সফররত ব্রিটেনের উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সাক্ষাতের পর সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘কোনো সদস্যের অপরাধের জন্য প্রতিষ্ঠান হিসেবে র্যাবের বিচার হতে পারে না। র্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বিচারবহির্ভূত হত্যাকান্ড সমর্থন করে না। সন্ত্রাস দমনে র্যাবের প্রয়োজন রয়েছে। সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করে র্যাব ইতিমধ্যে তাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৭ ধারা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে তা সংশোধন করা হবে।