কাজী জাফরের মরদেহ কুমিল্লায় নেয়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৯ আগষ্ট) : প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদের মরদেহ কুমিল্লায় নেয়া হয়েছে। শুক্রবার ঢাকায় তার চারস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লায়ই তাকে দাফন করা হবে।
সকাল থেকেই আশপাশের শত শত লোকজন ইজতেমা মাঠের উত্তর পাশের ছাপড়া মসজিদে জড়ো হতে থাকেন। সকাল পৌনে আটটার দিকে অ্যাম্বুলেন্সে করে জাতীয় পার্টির নেতা কাজী জাফরের মরদেহ সেখানে পৌঁছায়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকাল সাড়ে আটটার দিকে তাঁর জানাজা শেষ হয়।
সাবেক শ্রমিক নেতা ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসানউদ্দিন সরকারের ভাষ্য, কাজী জাফরের সঙ্গে তাঁর পরিচয় পাকিস্তান আমলে। টঙ্গী থেকেই কাজী জাফরের শ্রমিক নেতৃত্বের উত্থান। তিনি পাকিস্তান আমলে টঙ্গী শিল্প এলাকায় শ্রমিক নেতৃত্ব দিয়ে শ্রমিকদের দাবি ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন।
পারিবারিক সূত্র জানায়, কাজী জাফর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনির রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।