গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির

Ripon1440833146বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে পুনরায় গণশুনানি করে দাম পুনর্মূল্যায়নেরও দাবি করেছে দলটি।

২৯ আগষ্ট (শনিবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। সে অনুযায়ী, গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোয় গ্যাসের মাসিক বিল ২০০ টাকা বাড়িয়ে এক চুলার জন্য ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ