৩৪তম বিসিএসের ফল প্রকাশ

bpsc1440866099আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ অক্টোবর) : ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রশাসন ক্যাডারে ২৯৩ জন, পুলিশে ১৪৮ জনসহ বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০ জনের ফল স্থগিত রয়েছে।
৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার ৫৮৪ জন প্রথম অথবা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার হিসাবে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে এদেরকে চাকরির কোনো নিশ্চয়তা দেয়নি পিএসসি।

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছিলেন। এদের মধ্যে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সপারিশ করা হয়। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকশ করেছিল পিএসসি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ