শাহজালালে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা
প্রতিবেদক, সিলেট অফিস, এবিসিনিউজবিডি,
সিলেট (৩০ আগষ্ট) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। তবে ছাত্রলীগের নেতারা হামলার বিষয়টি অস্বীকার করে উল্টো শিক্ষকদের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার অভিযোগ করেছেন।
৩০ আগষ্ট (রোববার) সকাল সোয়া ৮টায় উপাচার্য ভবনের সামনে এ ঘটনাটি ঘটে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ফিরিয়ে দিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়। এ সময় শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় বৃষ্টির মধ্যে এভাবেই কিছুক্ষণ বসে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা হওয়ার কথা ছিল। এ কারণে সকাল নয়টা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কর্মসূচি দেন আন্দোলনরত শিক্ষকদের একাংশ। অন্যদিকে সকাল সাতটা থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন সেখানে।
সকাল সাড়ে আটটার দিকে উপাচার্য তাঁর কার্যালয়ে ঢুকতে গেলে আন্দোলনরত শিক্ষকেরা তাঁকে ঢুকতে বাধা দেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে কার্যালয়ে ঢুকতে সহায়তা করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। লাঞ্চিত হন কয়েকজন শিক্ষক। আন্দোলনরত শিক্ষকদের বাধা দেওয়ার পর উপাচার্যের ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ।
আন্দোলনরত শিক্ষকদের একাংশের নেতা ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ শামসুল আলম এবিসিনিউজবিডিকে বলেন, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়ে ড. ইয়াসমিন হকসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। ছাত্রলীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের শিক্ষকদের উপর হামলার কথা অস্বীকার করেছেন।