খাবার খেয়ে অসুস্থ দেড়শত শ্রমিক

DustFoodরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  খাবার খেয়ে দেড়শত শ্রমিক অসুস্থ হওয়ার পর সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শনিবার খোলেনি।

শুক্রবার রাতে জামগড়া এলাকার ‘দ্য রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানায় শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে শিল্প পুলিশ জানিয়েছে।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, এর পরিপ্রেক্ষিতে শনিবার কারখানাটি বন্ধ রয়েছে।

অসুস্থ্ শ্রমিকদের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সুরজিৎ সাহা এবিসি নিউজ বিডিকে বলেন, খাবারে বিষক্রিয়ার কারণেই শ্রমিকরা অসুস্থ্ হয়েছে।

“সম্ভবত খুব নিম্নমানের খাবার দেয়া হয়েছিল,” বলেন তিনি।

শিল্প পুলিশ কর্মকর্তা সাত্তার জানান, একটি ফ্লোরে দুই শতাধিক শ্রমিক অতিরিক্ত সময় কাজ করছিল। রাত সাড়ে ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করে।

টিফিন খাওয়ার পরপরই বমি, মাথা ব্যথা ও খিঁচুনি হয়ে শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়তে থাকেন বলে জানান তিনি।

অসুস্থ শ্রমিকদের কয়েকজন এবিসি নিউজ বিডিকে জানান, টিফিনে তাদের একটি ডিম, একটি রুটি, কেক ও বিস্কুট দেয়া হয়েছিল।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ