জাতিসংঘের উদ্যোগে গুমের ঘটনার তদন্ত দাবি

Khalada-3বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ আগষ্ট) : দেশে সংঘটিত সব গুমের ঘটনা জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন সরকারের নির্দেশেই সব গুমের ঘটনা ঘটেছে।

৩০ আগষ্ট (রোববার) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের নিখোঁজ নেতা-কর্মীদের স্বজনদের সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।

বেগম জিয়ার গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীসহ ২০০৯ থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নিখোঁজ ২৬ নেতা-কর্মীর পরিবারের সদস্যদেও সঙ্গে কথা বলেন এবং তাদেও সহমর্মিতা জানান।

খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কয়েকজন স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে ‘গুম’ হয়ে যাওয়া ব্যক্তিদের ওপর ‘অনন্ত অপেক্ষা’ নামে একটি তথ্যচিত্র দেখানো হয়। এ সময় স্বজনদের ছবি দেখে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। বক্তৃতায় স্বজনদের অনেকে সরকারের কাছে গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

খালেদা জিয়া বলেন, সরকার কোনো দিনও তদন্ত করবে না। এদের কাছে সুষ্ঠু তদন্ত হবে না। তাই তিনি জাতিসংঘের অধীনে, দেশের নিরপেক্ষ লোকজনদের নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ