বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

-PM১১১১১১বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩১ আগষ্ট) : বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

৩১ আগষ্ট (সোমবার) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি পরিচালনা বোর্ড থাকবে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। এ ছাড়া একজন নির্বাহী পরিচালক থাকবেন।

মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের আরো বলেন, বেসরকারীকরণ কমিশন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছিল না। এ জন্য আরও দক্ষতার সঙ্গে কাজ করতে এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। তিনি বলেন, এটি ব্যবসাবান্ধব হবে।

প্রসঙ্গত, ২০০০ সালে বেসরকারীকরণ কমিশন গঠন করা হয়। গত ১৫ বছরে এই কমিশন ৫৮টি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ ও ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি (অফলোড) করেছে। এর মধ্যে কমিশন গত চার বছরে মাত্র একটি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ ও শেয়ার অফলোড করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ