জাতীয় নির্বাচন সময়ের ব্যাপার মাত্র: ব্যারিস্টার মওদুদ

মোহাম্মাদ সাইফুর রহমান, সিনিয়ার রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য এ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং তা সময়ের ব্যাপার মাত্র।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি  কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিল হলে আলোচনা সভার আয়োজন করেছে।  দলের পক্ষ থেকে আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিরা ও বিএনপির  অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থকরা   অংশগ্রহণ করেন।

মওদুদ আহমদ বলেন, দেশে একদলীয় শাসন চলছে। আর যেখানে একদলীয় শাসন চলে সেখানে জঙ্গিবাদের উত্থান হয়। জঙ্গিবাদ দমনের একমাত্র পথ হলো সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা। বিএনপির একার পক্ষে আন্দোলন করে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়বে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন- “আমরা যদি জনগণকে বুঝাতে পারি যে তাদের অধিকার রক্ষায় আন্দোলন করছি, তাহলে জনগণ আমাদের আন্দোলনে ব্যাপকভিত্তিকে অংশ নেবে”। তিনি বলেন, এখন দরকার হচ্ছে রাজনৈতিক ঐক্য। দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ (জাতীয় ঐক্য) হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামলে এ সরকার টিকবে  না ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ