বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করা হবেঃ সংসদে প্রধানমন্ত্রী

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর শিগগিরই চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ন্যায় বিশাল রাজনৈতিক চরিত্র ও ব্যক্তিত্বের ওপর চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্য গবেষণাসহ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য-উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ গবেষণার সূত্রপাতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের রুস্তম আলী ফরাজির এক প্রশ্নের জবাবে আরও বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল, কর্মময় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর বড় আঙ্গিকে বেশ কয়েকটি গবেষণা কর্ম সম্পন্ন করেছে এবং এগুলো বই আকারে প্রকাশ করা হয়েছে। পিআইবি ইতোমধ্যে ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক : ঐতিহাসিক দলিল’, ‘১৫ আগস্ট বাঙালি জাতির শোকগাঁথা’, ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ এবং ৪ খন্ডে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ যার প্রথম খন্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় খন্ড শিগগিরই প্রকাশিত হবে। তৃতীয় খন্ডের গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। যা বই আকারে প্রকাশিত হবে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর একটি পিআইবি একটি গবেষণা কর্ম সম্পন্ন করেছে। যা শিগগিরই বই আকারে প্রকাশিত হবে। বঙ্গবন্ধু বিভিন্ন জনসভা, জাতীয় সংসদ এবং পাকিস্তান পার্লামেন্টে প্রদত্ত ভাষণের সংকলন প্রকাশের পান্ডুলিপি প্রণয়ন সম্পন্ন হয়েছে। যা শিগগিরই বই আকারে প্রকাশিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ বেতার বঙ্গবন্ধুর ভাষণের ১১৪টি অডিও রেকর্ড ট্রান্সক্রাইব করে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বই আকারে প্রকাশসহ সিডিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। বেতার বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন কবিতা ও গানের সিডি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়েছে এবং এটি অবলম্বনে ‘অসমাপ্ত মহাকাব্য’ শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি), স্বাধীনতা আমার স্বাধীনতা, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ভাষণ, সোনালী দিনগুলি (বঙ্গবন্ধু শাসনের সাড়ে ৩ বছর), আমাদের বঙ্গবন্ধু (বাংলা ও ইংরেজি), ৭ই মার্চের ভাষণ (বাংলা ও ইংরেজিসহ আরো কয়েকটি ভাষায়), বাংলার মাটি বাংলার জল (বিদেশী সাংবাদিকদের সাথে সাক্ষাতকারের ওপর) নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার সকল তথ্য ও উপাত্ত, বঙ্গবন্ধুর ডায়েরি, চীন সফরের ওপর বিভিন্ন তথ্য, বঙ্গবন্ধুর স্মৃতি কথা, নিজের হাতের লেখা চিঠি ছাড়াও বঙ্গবন্ধু তৎকালীন ১৯টি জেলায় বিভিন্ন সফরে যেসব বক্তৃতা দিয়েছেন, তা সংগ্রহ করে বই আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

রুস্তম আলীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত বিভিন্ন বই রেফারেন্স আকারে বিভিন্ন লাইব্রেরিতে নেয়া হচ্ছে। ছোট শিশুদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য কমিক আকারে বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রায় ১৬ থেকে ১৭ হাজার গোয়েন্দা রিপোর্ট দেয়া হয়েছিল, যা পৃথিবীর আর কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে নেই। এই তথ্যগুলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, লাইব্রেরি, আর্কাইভ এবং জাতীয় জাদুঘরে দেয়া হবে। যা দেখে বাঙালি জাতি তাদের আত্মপরিচয় খুঁজে পাবে।

হাজী মোহাম্মদ সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৫ পরবর্তী সরকারগুলো ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেও তাঁর আদর্শ মুছে ফেলা যায়নি। কারণ দেশের মানুষ হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে রেখেছিল।

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ