নিজামীর আপিল শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি

nizamiবিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ বুধবার এ শুনানি শুরু হয়। এর আগে আদালত সময় চেয়ে করা নিজামীর আবেদন খারিজ করেন।
আপিল শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আপিলের পেপারবুক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন তুহিন।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদন্ডাদেশ দেন। এই রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।
নিজামীর আইনজীবী শিশির মনিরের বিবরণ অনুযায়ী, আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। এতে নিজামীর মৃত্যুদন্ড বাতিল চেয়ে খালাসের আরজি জানানো হয়েছে।
ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২,৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়। এই অভিযোগগুলোর মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও বিতাড়নের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার জন্য চালানো হত্যাকান্ড। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ