‘জিএসপি বাতিলে ঘরের শত্রু বিভীষণ’
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বাতিলের পেছনে কোনো পরাশক্তি নয়, ‘ঘরের শত্রু বিভীষণ’-এর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ সেপ্টেম্বর (বুধবার) সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জিএসপি সুবিধা বাতিলের পেছনে কোনো পরাশক্তির হাত আছে কি না, জানতে চান স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোনো পরাশক্তি নয়, ঘরের শত্রু বিভীষণ। এ দেশেরই অপশক্তি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’
দেশের অভ্যন্তরের কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘যিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, তিনি বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছিলেন। ওয়াশিংটনের কোনো এক অখ্যাত পত্রিকায় একটি দেশবিরোধী নিবন্ধও লিখেছিলেন।’