শিক্ষকদের কাছে অর্থমন্ত্রীর দুঃখপ্রকাশ

malএবিসিনিউজবিডি ডেস্ক,
সিলেট : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমি যেভাবে বক্তব্যটি দিই তাতে অবশ্যই তাঁদের (শিক্ষকদের) মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাবে বলা এবং যথাযথ তথ্য সম্পর্কে অনবহিত বলার মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। আমি আমার বক্তব্য সম্পর্কে খুবই দুঃখিত।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে আন্দোলনে নেমেছেন সে বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে তিনি এ দুঃখ প্রকাশ করেন। বিকেল সাড়ে চারটার দিকে সিলেট সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা জগতে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে আমারই একটি বক্তব্য নিয়ে। আমার মনে হয় এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সাংবাদিকেরা এ বিষয়ে আমাকে প্রশ্ন করেন। আমি তাঁদের বলি যে, এ বিষয়ে কেবিনেট সচিব স্বাভাবিক নিয়মে বিবৃতি দেবেন এবং সরকারি নির্দেশনা জারি হবে। বিষয়টি জটিল ও ব্যাপক তাই সে সম্বন্ধে বেশি বলা যাবে না।
‘শিক্ষকদের বেতন বৃদ্ধি কমিশনের সুপারিশবিরোধী আন্দোলন সম্পর্কে সাংবাদিকেরা আমার মন্তব্য চান। তখন আমি বলি যে তাঁদের এই আন্দোলনটি অকারণে শুরু হয়েছে। এটা আমাকে গভীর পীড়া দেয়। এ জন্য যে, দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী একটি আন্দোলন করছেন। সর্বোপরি সরকারি সিদ্ধান্ত না জেনেই তাঁরা আন্দোলনে নেমে গেলেন। আমি বলতে চেয়েছিলাম, তাঁরা আন্দোলনে চলে গেলেন যখন, তাঁরা পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ