এরা কারা, আইজিপি মহোদয় বলবেন কি?
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার সামনে হামলা চালানো এরা কারা, কি এদের পরিচয়? এদের হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেনইবা ছিল নিরব দর্শকের ভুমিকায়! আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এমন ঘৃন্য হামলার পর পুলিশ প্রধান অর্থাৎ ‘আইজপি’র কাছে দেশের মানুষের এমন অনেক প্রশ্ন……., আইজিপি মহোদয়, বলবেন কি?
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩০-৪০ জন যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার চালান। এ সময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে থেকে এবিসিনিউজবিডি’র এই প্রতিবেদক জানান, রাত সাড়ে আটটার দিকে ২০-২৫ জন যুবক অতর্কিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তাঁরা ‘জয় বাংলা’ বলে হামলা চালালেও সেখানে কর্তব্যরত শতাধিক পুলিশ নীরব দাঁড়িয়ে ছিল। এর দু-এক মিনিট পর হামলাকারী যুবকেরা পুলিশের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় পুলিশের সদস্যরা তাঁদের বলেন, ‘এখানে দাঁড়ানো যাবে না।’
আইজপি মহোদয়, বলবেন কি, শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা এরা কারা? বাঁশ, বেতের লাঠি, রড নিয়ে হামলা কারীদের পরিস্কার ছবি বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। এদের আটক করে আইনের আওতায় আনা খুব একটা কষ্টসাধ্য নয়। তবুও হয়তো এরা থেকে যাবেন ধরা-ছোয়ার বাইরে!