শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিতে হবে না। এটা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি পে-স্কেল নিয়ে কথা বলেন। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। ভ্যাট নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী এ কথা বললেন।