অবশেষে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদের সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক শুরুর পর পরই প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নির্দেশনা দেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।