কোস্ট গার্ড ও সিভিল কোর্ট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন
মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ কোস্ট গার্ড আইন ২০১৫ এবং সিভিল কোর্ট (এ্যামেইনমেন্ট) আইন ২০১৫’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভা সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ
মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মন্ত্রিসভা বাংলাদেশ কোস্ট গার্ড আইন ২০১৫’র খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত সিভিল কোর্ট (এ্যামেইনমেন্ট) আইন ২০১৫’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা আরো জানান, মন্ত্রিসভা সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে মন্ত্রিসভা দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং মরহুমের আত্মার মাগফেরাৎ কামনা করা হয়। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।