‘পরীক্ষা বয়কট করায়’ শিক্ষক সমিতিকে ফেডারেশনের বহিষ্কার :
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা(৭ অক্টোবর): অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ‘শৃঙ্খলাবিরোধী’ সিদ্ধান্ত নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর এই জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অক্টোবর মাসে অনুষ্ঠেয় সব স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৭ অক্টোবর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।