অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল, ২৫ নভেম্বর বাদীকে তলবঃ
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ অক্টোবর) :যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন গত ২৩ সেপ্টেম্বর আদালতে দাখিল করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রতিবেদন সম্পর্কে কোন আপত্তি আছে কিনা তা জানতে মামলার বাদী মিল্কির ভাই মেজর রাশিদুল হাসান খানকে আগামী ২৫ নভেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মামলাটির ধার্য তারিখে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর এই আদেশ দিয়েছেন।
অধিকতর তদন্তে অভিযুক্ত আরও ৭ জন হলেন, তুহিন রহমান ফাহিম, সৈয়দ মুজতবা আলী রুমী, মোহাম্মদ রাশেদ মাহমুদ ওরফে আলী হোসেন রাশেদ ওরফে মাহমুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, মো. সুজন হাওলাদার, ডা. দেওয়ান মো. ফরিউদ্দৌলা ওরফে পাপ্পু ও মো. মামুন উর রশীদ। অন্যদিকে প্রথম চার্জশিটে অভিযুক্ত ১১ জন হলেন- মিল্কির ড্রাইভার মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা, সাখাওয়াত হোসেন চঞ্চল, মো. আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. জাহাঙ্গীর মন্ডল, মো. সোহেল মাহমুদ ওরফে সোহেল ভূঁইয়া, মো. চুন্নু মিয়া, মো. আরিফ ওরফে আরিফ হোসেন, মো. সাহিদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী ও মো. শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু।
এনিয়ে মামলাটিতে মোট ১৮ জন অভিযুক্ত হলেন।
অধিকতর তদন্তে ৯ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে, এরা হলেন- এস এম জাহিদ সিদ্দিক তারেক ওরফে কিলার তারেক, মো. মাহবুবুল হক হিরক, জাহিদুল ইসলাম টিপু, আবুল মোনায়েম মোহাম্মদ আমিনুল এহসান বাবু ওরফে টমেটো বাবু ওরফে ডিস বাবু, এনামুল হক, মাসুম উদ্দিন, আহকাম উল্লাহ, ওয়াহিদুল আলম আরিফ ভূঁইয়া ও তানজিম মাহমুদ তানিম।
মামলাটির প্রধান অভিযুক্ত এসএম জাহিদ সিদ্দিকী ওরফে তারেক ওরফে কিলার তারেক ঘটনার পর দিন বন্দুক যুদ্ধে নিহত হয়।
গত ২৩ সেপ্টেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এর আগে ২০১৪ সালের ১৫ এপ্রিল মামলাটিতে ১১ জনকে অভিযুক্ত করে র্যাবের সহকারী পুলিশ সুপার কাজেমুর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটের বিরুদ্ধে ওই বছর ৯ জুন আদালতে নারাজি দাখিল দাখিল করেন বাদী মিল্কির ভাই মেজর রাশিদুল হাসান খান। ওই নারাজি গ্রহণ করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।
২০১৩ সালের ২৬ জুন রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়াল্ডের সামনে গুলিতে নিহত হন মিল্কি।