মার্কিন বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ওবামা:

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯  অক্টোবর) : কুন্দুজ হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। দাতব্য সংস্থা ডক্টরর্স উইদাউট বর্ডার্সের (এমএসএফ) আন্তর্জাতিক প্রেসিডেন্ট জোয়ানে লিউ’র কাছে টেলিফোন করে ক্ষমা চেয়ে হামলার ব্যাপারে মার্কিন সামরিক বিভাগ একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে বলেও আশ্বাস দেন তিনি। হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট বিষয়টি জানিয়েছেন।

হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের জন্য আর্থিক সহায়তার ইঙ্গিত দেন ওবামা।
তালেবান জঙ্গিদের ওপর হামলা চালানোর সময় গিয়ে ভুল করে হাসপাতালে হামলার ঘটনা ঘটে দাবি করে তিনি বলেন, ভবিষ্যতে তার দেশ এ ধরনের হামলা থেকে বিরত থাকবে।
উল্লেখ্য, গত শনিবার আফগানিস্তানের কুন্দুজ শহরে ওই আন্তর্জাতিক দাতব্য সংস্থাটির পরিচালিত হাসপাতালে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ২২ জন রোগী ও চিকিৎসক প্রাণ হারিয়েছিলেন যাদের মধ্যে ১২ জনই ওই দাতব্য সংস্থার কর্মী। হামলাকে যুদ্ধাপরাধের সামিল হিসেবে উল্লেখ করেছে এমএসএফ ও জাতিসংঘ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ