”বিদেশি নাগরিক হত্যার ঘটনা সুপরিকল্পিত”তোফায়েলঃ
ভোলা প্রতিনিধি,এবিসিনিউজবিডি,ঢাকা (১০অক্টোবর); বিদেশি নাগরিক হত্যার ঘটনা সুপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এসব ষড়যন্ত্র করে লাভ হবে না। কোন ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না।
শনিবার ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাঘমারা ব্রিজের কাজের অগ্রগতি ও বিভিন্ন সড়ক পরিদর্শন এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার পর তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সব কিছুতে আমরা এগিয়ে। আমাদের জিডিপি বেশি। আমাদের মাথা পিছু আয় ও রপ্তানি বেড়েছে। আমাদের জিডিপিতে কৃষির অবদান ১৫ শতাংশ, শিল্পের অবদান ৩০ শতাংশ। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এসবই হচ্ছে তার প্রমাণ।
পরে তোফায়েল আহমেদ ভোলার ইলিশায় নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জমান প্রমুখ।