ব্যক্তিগত উদ্যোগে  দেশে আইএস থাকতে পারে: মোজাম্মেল

মেহেরপুর প্রতিনিধি,এবিসিনিউজবিডি, ঢাকা (১১  অক্টোবর)  : দেশে বিচ্ছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থাকলেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি রবিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর এক সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘সংঘবদ্ধভাবে আইএস থাকতে পারে বলে সরকার মনে করছে না। তবে বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে জঙ্গি সংগঠনটির কার্যক্রম রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার দীর্ঘদিন পরে যুদ্ধাপরাধীদের বিচার করছে। এজন্য একাত্তরের পরাজিত শক্তিরা বিষয়টি ভালভাবে নেয়নি।’

মোজাম্মেল হক বলেন, ‘সম্প্রতি দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে বিএনপি- জামায়াত জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।’তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণকাজ আবারো শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই তা শেষ হবে বলে আশা করছি।

প্রায় এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর।

সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ভবনের ফলক উন্মোচন এবং এর প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুরের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মকবুল হোসেন প্রমুখ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ