ইউজিসি প্রতিনিধি দলের অস্ট্রেলিয়ার স্টাডি ভিজিট সম্পন্ন:

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা(১১ অক্টোবর): কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি’র সিনিয়র প্রফেসরস, ডেপুটি ভাইস চ্যান্সেলরস এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে দিনব্যাপী সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ৯ দিনব্যাপী প্রতিনিধি দলের স্টাডি সফর শনিবার সম্পন্ন হয়। ১০ সদস্য বিশিষ্ট স্টাডি ভিজিটে ইউজিসি’র সদস্য, সিনিয়র কর্মকর্র্তা, প্ল্যানিং কমিশন, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অন্তর্ভুক্ত ছিলেন। সফরকালে প্রতিনিধি দল ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ইউনিভার্সিটি অব সিডনি, গ্রিফিথ ইউনিভার্সিটি এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির রেক্টরস, প্রো ভাইস-চ্যান্সেলরস এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

আজ রবিবার ইউজিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। প্রতিনিধি দল বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধি, স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি বিনিময়, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিশ^বিদ্যালয়সমূহের মধ্যে উন্নতমানের গবেষণা ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য দীর্ঘ মেয়াদী কানেকটিভিটি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার চিত্র তুলে ধরেন।
প্রতিনিধি দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে শনিবার ব্রিজবেন ত্যাগ করেন। সেখানে প্রতিনিধি দল ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ভাইস-চ্যান্সেলর এবং অন্যান্য সিনিয়র প্রফেসরদের সাথে একই ধরনের বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ