পর্নো বিশ্ববিদ্যালয়ে চালু:

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১  অক্টোবর): পর্নো সিনেমা থেকে বিশাল অঙ্কের আয় করে থাকে হলিউডসহ পশ্চিমা চলচ্চিত্র শিল্প। বহু আগেই পর্নো সিনেমার প্রসারের জন্য ইউটিউবের মতো ভিডিও সাইট ‘পর্নোহাব’চালু করা হয়েছে। এবার পর্নো সিনেমা অভিনেতা ও নির্মাতাদের জন্য বিশ্ববিদ্যালয়ে চালু করেছেন ইতালির এক পর্নো সিনেমা নির্মাতা।

রক্কো সিফরেডি নামের ৫১ বছরের ওই নির্মাতা এ পর্যন্ত ১ হাজার ৩শ পর্নো সিনেমা নির্মাণ করেছেন। রক্কো জানিয়েছেন, এতোদিন সিনেমা নির্মান করে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, সেগুলো পর্নো অভিনেতাদের মধ্যে ছড়িয়ে দিতেই এ বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ নিয়েছিলেন তিনি। কয়েক হাজার আবেদনকারীর মধ্যে মাত্র ১৪ জন পুরুষ ও সাতজন নারীকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

রক্কো আরো জানান, পর্নোগ্রাফি নিয়ে তিনি একটি টিভি রিয়েলিটি শো করতে চাচ্ছেন। ইতিমধ্যে এই রিয়েলিটি শো’র নামও ঘোষণা করা হয়েছে। সিফরেডি হার্ড অ্যাকাডেমি নামের এই শো’টি কোন টেলিভিশনে প্রচার করা হবে তা এখনো জানানো হয়নি।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ