স্তন ক্যান্সার ঠেকাতে আবিষ্কার করেছেন এক অনলাইন ক্যালকুলেটর:

বিশেষ প্রতিবেদক,এবিসিনিউজবিডি,ঢাকা (১১  অক্টোবর): পশ্চিমা দুনিয়ায় ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি। সেখানকার নারীরা প্রায়ই ক্যান্সারে আক্রান্ত হোন। তাদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তর সংখ্যাই বেশি।

সে কারণে যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা স্তন ক্যান্সার ঠেকাতে আবিষ্কার করেছেন এক অনলাইন ক্যালকুলেটর যেটিতে তথ্য ভরলেই জানিয়ে দেবে ভবিষ্যতে আপনার ক্যান্সার হবে কিনা।
নিউ মেক্সিকো স্টেটের চিকিৎসা বিজ্ঞানী শার্লট গার্ড ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইন্সস্টিটিউটের গবেষকরা এই অনলাইন ক্যালকুলেটরটি তৈরি করেছেন।
অনলাইন ক্যালকুলেটরটির নাম দেয়া হয়েছে Breast Cancer Surveillance Consortium Risk Calculator
আপনার পিসিতে ইন্টারনেট সংযোগ থাকলে সেখানে এই tools.bcsc-scc.org/BC5yearRiskইউআরএল এ গেলে একটি ফর্ম পাওয়া যাবে। তাতে যেসব জানতে চাওয়া হয়েছে। সে সব প্রশ্নে উত্তর দিলে আপনার বিষয়ে গবেষণা রিপোর্ট দিয়ে দেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্যান্সার চিকিৎসকরা।

ক্যালকুলেটরের সাহায্যে আগে থেকে সতর্ক হতে পারবেন ক্যান্সার আক্রান্ত রোগীরা। ঠিক মত চিকিৎসাও নিতে পারবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ