এবার গুগল বানাচ্ছে গেইম কনসোল

gamingসাইফ মাহমুদ, তথ্য ও প্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাইক্রোসফট, সনি আর নিনটেন্ডোর আধিপত্যের গেইমিং কনসোলের বাজারে আবির্ভাব হচ্ছে নতুন এক প্রতিদ্বন্দ্বীর।

এবার ভিডিও গেইম কনসোল বানাচ্ছে গুগল। টেক জায়ান্ট গুগলকে নিয়ে নতুন এই গুজবের খবর জানিয়েছে সংবাদসংস্থা সিএনএন। গুগলের গেইমিং কনসোল বানানোর খবর সত্যি হলে, মাইক্রোসফট, সনি আর নিনটেন্ডোর একচ্ছত্র আধিপত্যের বাজারে আবির্ভাব হচ্ছে নতুন এক প্রতিদ্বন্দ্বীর।

গুগল স্মার্টওয়াচ বানাচ্ছে, ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর জানিয়েছিল আগেই। অন্যদিকে, আরেক টেক জায়ান্ট অ্যাপলও স্মার্টওয়াচ ও গেইমিং ফিচার আছে, এমন টিভি বানাচ্ছে, প্রযুক্তি দুনিয়ায় এ গুজব রটেছে অনেকদিন ধরেই। সেক্ষেত্রে, গুগল  হতে পারে অ্যাপলের তীব্র প্রতিদ্বন্দ্বী।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গুগল মিডিয়া স্ট্রিমিং ডিভাইস ‘নেক্সাস কিউ’ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এটি আগে ঘোষণা করা হলেও বাজারে ছাড়া হয়নি।

গেইমিং কনসোলটি গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেমে চলবে। তবে এটি কি আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেইজড হবে কিনা সে ব্যাপারে কোন তথ্য দেয়নি গুগল বা সিএনএন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ