কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলঃ

টাঙ্গাইল প্রতিবেদক, এবিসিনিউজবিডি,ঢাকা (১৩ অক্টোবর) : খণ খেলাপির দায়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর প্রতিবাদে টাঙ্গাইলে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির দায়ে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

গত রবিবার বিকাল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি।

আগামী ১০ নভেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে শূন্য ঘোষিত টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনেও ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর প্রার্থীতা বাতিল করা হয়েছিল।

কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ আসন গঠিত। এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন। আসনে ভোট কেন্দ্র রয়েছে মোট ১০৭টি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ