পূজায় তিন দিনের ছুটি দাবি
মনিরুল ইসলাম মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : শারদীয় দুর্গা পূজার অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে সংগঠনটি মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদেও গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট খুলনা বিভাগের সভাপতি অচিন্ত্য কুমার মন্ডলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
অচিন্ত্য কুমার মন্ডল বলেন, দুর্গা পূজায় এখন একদিন ছুটি থাকে। এই একদিনের ছুটিতে আত্মীয়-স্বজনের সঙ্গে ঠিকমতো দেখা সাক্ষাৎ করা যায় না। তাই এই পূজায় অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটির দাবি জানান তিনি। এ ছাড়া বিভিন্ন মঠ, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান ও পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।