সৌদি আরবে পাঁচজনকে গুলি করে হত্যা
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সৌদি আরবের পূর্বাঞ্চলে ১৬ অক্টোবর শুক্রবার রাতে এক বন্দুকধারী গুলি করে পাঁচজনকে হত্যা করেছে। পরে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে মারা যায়। আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
এএফপির দেয়া খবর থেকে জানা যায়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী। আহত হয়েছেন নয়জন। তিনি বলেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে অস্ত্র হাতে ওই ব্যক্তিকে দেখা যায়। কাতিফ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আশুরার জন্য ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে তিনি একের পর এক গুলি ছোড়েন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। হামলাকারীর পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
সৌদি আরবের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স প্রায় ২০ বছর।
উল্লেখ্য, গত বছর আশুরার সময় এক বন্দুকধারী গুলি করে শিশুসহ সাতজনকে হত্যা করে। তাঁরা সবাই শিয়া সম্প্রদায়ের।