‘ইনুর গণতন্ত্রে বিএনপি বিশ্বাসী নয়’ নজরুল ইসলাম খানঃ
সাইফুর রহমান,সিনিয়ার রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ অক্টোবর) : : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক স্বৈরশাসক এরশদ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুকে পাশে বসিয়ে সরকার গণতন্ত্রের কথা বলছে। সরকার আর ইনু যে গণতন্ত্র বিশ্বাস করে বিএনপি সেই গণতন্ত্রে বিশ্বাসী নয়।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে একটি স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, স্বৈরশাসক আর ইনুকে পাশে বসিয়ে সরকার বিএনপির সমালোচনা করছে। ইনু বৈজ্ঞানিক গণতন্ত্রে বিশ্বাস করে। তাদের গণতন্ত্র থেকে মানুষ সরে এসেছে।
এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য সবকিছু করছে মন্তব্য করে।তিনি আরো বলেন কোনো আইন করেই শহীদ জিয়ার নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। কারণ দেশের জনগণ সত্যিকারের ইতিহাস জানে। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, দেশে ‘ক্রান্তিকাল চলছে’ তা আর বলতে চাই না। কেননা ক্রান্তিকাল চলছে বলতে বলতে ক্রান্তি আমাদের পেয়ে বসেছে।