নূর হোসেনকে ফিরিয়ে আনতে সব চেষ্টা করা হচ্ছে : ডিআইজি

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা : ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরজ্জামান বলেছেন, আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালত নির্দেশ প্রদানের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। খুব শিগগির নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যই ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এই সম্প্রীতির মাধ্যমেই আমরা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। যারা এদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, তাদের কাছে এই সম্প্রীতি সহ্য হচ্ছে না।

তিনি বলেন, দেশে দুইজন বিদেশিকে হত্যা করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এর আগে তিনি নগরীর আমলাপাড়া, টানবাজার ও নিতাইগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন-অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ