নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৪২

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় দুটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪২ জন। এতে আহত হয়েছে শতাধিক মুসল্লি। নামাজ আদায় করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে এই হামলা চালায় সন্ত্রাসীরা। বিবসি অনলাইনের এক খবরে ২৪ অক্টোবর (শনিবার) এ তথ্য জানানো হয়েছে।

ইয়োলার একটি নতুন মসজিদে বোমা হামলা চালানো হলে কমপক্ষে ২৭ জন নিহত হয়।
এর কিছু সময় আগে মাইদুগুরির একটি মসজিদে হামলা চালানো হলে নিহত হয় অন্ততপক্ষে ১৫ জন। একই দিন দুটি মসজিদে হামলায় নিহত হয়েছে মোট ৪২ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নাইজেরিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

যেসব মুসলিম ও খ্রিষ্টান বোকো হারামের আদর্শে বিশ্বাস করে না, তাদের ওপর হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। তাদের জঙ্গিপনায় দেশটির কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজারো মানুষ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ