দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন রাজনৈতিক ভণ্ডামির অবসান ঘটাবে” ইনুঃ
মনির হোসেন,বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আইনের সঙ্গে লুকোচুরি খেলা এবং রাজনৈতিক ভণ্ডামির অবসান ঘটাবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে দলের ঢাকা মহানগর কমিটির প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আগে রাজনৈতিক দলগুলো অঘোষিতভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিতো— যা সবার জানা। এটি ছিলো আইনের সাথে দলগুলোর লুকোচুরি খেলা এবং এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি। দলীয় ভিত্তিতে নির্বাচন এ লুকোচুরি ও ভণ্ডামির অবসান ঘটাবে।’
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার কারণে তৃণমূল পর্যায়ের বিষয়ে রাজনৈতিক দলগুলো আর উদাসীন থাকতে পারবে না— উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে ভারত-যুক্তরাজ্যসহ বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাজনীতির ক্লাবের সদস্য হলো বাংলাদেশ।’