”একটি কাপুরুষ জনিত হামলা” BHRC
সাইফুর রহমান, সিনিয়ার রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা:বাংলাদেশ ও পাকিস্থানের শিয়া মুসলমানদের উপর উগ্রবাদীদের হামলার নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম সাদেক এবং মহাসচিব ডঃ সাইফুল ইসলাম দিলদার।
বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং পাকিস্থানের সিন্দু ও বেলচিন্তানে মহরম উপলক্ষে তাজিয়া মিছিলের উপর উগ্রবাদী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞপন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন।
আজ রবিবার ২৫ অক্টবর, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জনসংযোগ বিভাগের জাহানারা আক্তার কতৃক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যন ও মহাসচিব এই হামলাকে একটি কাপুরুষ জনিত হামলা বলে উল্লেখ করেন।
কমিশনের পক্ষ থেকে তারা আরো বলেন,দ্রুততার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হামলায় নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত আরগ্য কামনা করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন।