শিয়া সমাবেশে হামলার দায় স্বীকার আইএসের:

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি দায় স্বীকার করে শনিবার বিকালে একটি বিবৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট “সাইট ইন্টেলিজেন্স গ্রুপ” এর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “বাংলাদেশে খেলাফতের সৈনিকরা বহু ঈশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।”
এর আগে শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনি দালান থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতিকালে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক কিশোর নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। এটা স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের নাশকতামূলক কাজ।
পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্যে একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এই হামলা হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন যে এটি একটি ‘সন্ত্রাসী কাজ’ এবং তিনি বলেন এই ঘটনার জন্যে দায়ীদের ছাড়া যাবে না।
সূত্র: রয়টার্স, এপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ