বন্দরে লোকবলের অভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্থ :মাহবুবুল আলম

চট্টগ্রাম প্রতিনিধি, এবিসিনিউজবিডি: বন্দর ও কাস্টমস’র কার্যক্রম গতিশীল করতে জরুরি ভিত্তিতে স্কেনার মেশিন স্থাপন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম আজ মঙ্গলবার ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান।
পত্রে চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দরে বছরে ১৪ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ২৪ ঘন্টা চালু রাখা জরুরি। কিন্তু কাস্টম হাউসের লোকবল সংকটের কারণে রাত ১০টার পর কোন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না।

চঠিতে তিনি জানান ‘কাজের গতি কমে যাওয়া, ডেলিভারী কার্যক্রম ব্যাহত এবং কন্টেইনারজট দিন দিন বাড়ার কারণে গতিশলীলতা অর্জন সম্ভব হচ্ছে না।’

বন্দর কাঙ্খিত সেবা দিতে না পারায় দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব, আমদানি-রপ্তানি নিরুৎসাহিত এবং দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে বলে উল্লেখ করেন মাহবুবুল আলম।

এ অবস্থা থেকে উত্তরণে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে প্রতি গেইটে ১টি করে অথবা কমপক্ষে ৫টি স্কেনার মেশিন স্থাপন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে এনবিআর চেয়ারম্যানের প্রতি আহবান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, এতে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্দর কার্যক্রমে উৎপাদনশীলতা বাড়বে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ