গুড়ো দুধের বিজ্ঞাপন নিষিদ্ধ

cabinetসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য হিসেবেব গুড়ো দুধের বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া ও পত্র-পত্রিকায় গুড়ো দুধের চটকদারি বিজ্ঞাপন দিয়ে মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে সাধারণ মানুষের সামনে আর উপস্থাপন করা যাবে না।
মন্ত্রিসভায় ‘মাতৃদুগ্ধ-বিকল্প শিশুখাদ্য আইন ২০১৩’ চুড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে এ ব্যাপারে নিষেধজ্ঞা দেওয় হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইন ভঙ্গ কারলে ৩ বছর কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ডের বিধান করা হয়েছে। তিনি বলেন, প্রচার না হলে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য কেনা বা ব্যবহারে সাধারণ মানুষ, শিশুর মা-বাবা ও পরিবারের সদস্যরা নিরুৎসাহিত হবে। এমন বিবেচনা করেই আইনে এ বিধান রাখা হয়েছে বলে সচিব জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ